আজকাল ওয়েবডেস্ক : এ গল্প যেন সত্তর দশকের জন অরণ্যের ! চাকরি পেতে গিয়ে হা-হা-কার। ২ বছরের আইটি কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা রয়েছে তাঁর। সঙ্গে রয়েছে বিদেশী ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রিও। তবুও চাকরির খোঁজ চালাতে গিয়ে মরীচিকা দেখতে হল তাঁকে। কে ইনি? কেনই বা তিনি পাচ্ছেন না কোনও চাকরি?জেনে নিন গোটা ঘটনা....
দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়া প্রায় এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। প্রতিবছর দেশে লাখ লাখ পড়ুয়া স্নাতক পাশ করেছেন। কেউ কেউ তো আবার স্নাতকোত্তর পাশ করেও ঘরে বসে রয়েছেন। এরকমই এক ব্যক্তির কাহিনী ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি তাঁর পোস্টে হাজার চেষ্টার পর কোনও চাকরি না জোটার কথাই জানিয়েছেন। এরপরই তা দ্রুত নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে। পোস্টটিতে গোটা অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লিখেছেন, ভারতীয় আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ২ বছর চাকরির অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করেছেন। এরপরেও ওই ব্যক্তির চাকরি খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে।
পোস্টে তিনি আরও লিখেছেন, বিভিন্ন কোম্পানিতে ২৫০ বার চাকরির আবেদন জমা করার পরও, একটি কোম্পানির থেকেও প্রতিক্রিয়া মেলে নি। চাকরির খোঁজ চালাতে চালাতে তিনি এখন ক্লান্ত। তিনি আর চাকরির আশা রাখছেন না। আপাতত ইন্টারভিউয়ের ডাক পেলেই খুশি তিনি।
পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনরা তাঁদের মতামত জানিয়েছেন। অনেকেই ওই ব্যক্তিকে কাজে দক্ষ হওয়ার পরামর্শ-সহ সিভি'তে আপডেট করার কথা বলেছেন। কেউ কেউ আবার কমেন্টে চাকরির বাজারের অবস্থা খারাপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
